বউ ভুলানি
আমের নামকরণে জনশ্রুতি আছে এক ভদ্রোলোক নতুন বিবাহ করে বাজার থেকে আম কিনে নিয়ে যায় এবং বউকে খেতে দেন। আম খাওয়ার পর, আমের রং-ঢং নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ওই নববধু। কিন্তুু নাম জানতে চাইলে ভদ্রলোক নাম বলতে পারেননি। ওই আমটির। তবে তাৎক্ষনিক কায়দা কওে ওই আমের নাম বলেন বউ ভুলানি। তখন থেকেই নাকি এ আমের নাম এটাই।
এ আমের আকার আকৃতি গোল। কাচা থাকলে গায়ের রং সবুজ থাকে। তবে পাকলে এ আমের হলুদ বর্ণেও হয়। এ আম বেশ সুগন্ধযুক্ত। এ আমের প্রচার হলে বিক্রির পরিমাণ ও বাড়বে বলে আশাবাদী এ উদ্যোক্তা।